রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন ঢাকা মহানগর উত্তর ১০০ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বাবু ওরফে ভাঙারি বাবু (৩২) ও কবীর ওরফে দাঁতভাঙা কবির (৩০)।
সোমবার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুজনকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মোহাম্মদপুর থানায় অভিজিৎ কুমার সেনগুপ্ত (৬০) নামে এক ব্যবসায়ীর করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলায় এজাহারনামীয় চারজনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে৷
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুরে অভিজিৎ কুমার সেনগুপ্ত (৬০) নামের এক ব্যবসায়ী তার বাড়িতে ইলেকট্রিক কাজ করাচ্ছিলেন। এ সময় বাবু ওরফে ভাঙারি বাবু ও কবির ওরফে দাঁতভাঙা কবিরসহ পাঁচ থেকে ছয়জন ওই ব্যবসায়ীর বাসায় এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে ইলেকট্রিক মিস্ত্রিদের মারধর করেন।
তারা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বাড়ির মালিকসহ মিস্ত্রিদের হুমকি দিয়ে যান। এ ঘটনায় অভিজিৎ একটি মামলা দায়ের করেন, এতে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এএ