চলছে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। শুরুর দিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও বেলা সাড়ে ১১টার দিকে বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
জানা যায়, ৫নং ওয়ার্ডের নাগেরচর পুরুষ কেন্দ্রে স্বতন্ত্র মেয়র প্রার্থী (জগ) হাবিবুর রহমানকে ভোট প্রদান করায় ওই ভোটারকে মারধর করেছে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরিফ। এ নিয়ে ওই কেন্দ্রে উত্তেজনা বিরাজ করে। এসময় হাবিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলসাদ জাহান তাকে বুঝিয়ে শান্ত করেন।
এ ব্যাপারে এই কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলসাদ জাহান জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে শান্ত করি। মারধরের বিষয়টি দেখা হচ্ছে। বর্তমানে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী ওই কেন্দ্রে মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, এবার আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রয়েছেন চারজন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত সুন্দর আলী (নৌকা), স্বতন্ত্র হাবিবুর রহমান (জগ), পৌর আওয়ামী লীগের সভাপতি মোহর আলী মোল্লা (নারিকেল গাছ) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন উর রশীদ (মোবাইল ফোন)।
নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পৌরসভার প্রতি ওয়ার্ডে একজন ম্যাজিস্ট্রেট, একজন ইন্সপেক্টরসহ ৩১ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। সেই সঙ্গে রয়েছে ভ্রাম্যমাণ আদালত, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র্যাব। এবার আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রয়েছেন মোট ৪ জন। পৌরসভার মোট ভোটার ২৬ হাজার ৫২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ২৯৮ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ২২৭ জন।
বিডি প্রতিদিন/আরাফাত