রাজধানীর মতিঝিলের নটরডেম কলেজের সামনের ফুটওভার ব্রিজের নিচ থেকে অজ্ঞাত নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক মনাক্কা খাতুন।
তিনি বলেন, নটরডেম কলেজের ফুটপাত থেকে দুপুর ১২টার দিকে অজ্ঞাত নারীর অচেতন দেহ উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে পুলিশ জানতে পারে ওই অজ্ঞাত নারী ভবঘুরে ছিল। বেশ কয়েকদিন ধরে এই এলাকাতেই ঘোরাফেরা করতেন। তার পরিচয় জানার চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ