রাজধানীন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাত কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসময় একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে।
আজ সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কাস্টমস গোয়েন্দার একটি দল বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাত কেজি সোনা জব্দ করেছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।’
এ বিষয়ে কাস্টমস আইন ও ফৌজদারি কার্যবিধিতে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল