রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড বিক্রয় চক্রের সদস্য রাকিব হাসান (২৩) নামে একজনকে আটক করেছে র্যাব-৩। এসময় অবৈধভাবে রেজিস্ট্রেশন করা ১৯৪টি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড বিক্রয় প্রতারক চক্রের মূলহোতাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের অসাধু সিমকার্ড ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম