রূপগঞ্জের পাশে রাজধানীর ডেমরার কোনাপাড়া থেকে ১৬ বছর বয়সী একাদশ শ্রেণির অপহৃত এক ছাত্রীকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় অপহরণকারী মো. তরিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
উদ্ধার হওয়া মেয়েটিকেও ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরার সাইনবোর্ড এলাকা থেকে তরিকুলকে গ্রেফতারসহ মেয়েটিকে উদ্ধার করা হয়। গ্রেফতার তরিকুল কোনাপাড়া চিশতিয়া রোড এলাকার সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনায় গত রবিবার রাতে তরিকুলের বড় ভাই মো. জনি (৩৫) ও রাব্বানি (২৫) নামে আরও দুইজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ভুক্তভোগীর বাবা গত ১১ জুন রাতে গ্রেফতার ওই তিনজন ও সহযোগী মোস্তফাসহ (৪০) অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, অপহৃত মেয়েটি কোনাপাড়া শাহাজালাল রোড এলাকায় তরিকুলের কম্পিউটারের দোকানে কম্পিউটার শিখতে ভর্তি হয়। প্রতিদিন ক্লাস করার সময় তরিকুলের কু—নজর পড়ে মেয়েটির ওপর। এক পর্যায়ে তরিকুল মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত হয়ে তরিকুল। এ ঘটনায় মেয়েটি তার কম্পিউটারের দোকানে যাওয়া বন্ধ করে দেয়। এদিকে গত ৩ জুন বিকালে প্রশ্ন ফটোকপি করার জন্য শাহজালাল রোডের ১০ তলা গলিতে এলেই পূর্বপরিকল্পিতভাবে তরিকুল ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ