রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারণায় নেমেছেন দেশের কিংবদন্তি ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুসহ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়রা। তারা নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন, রাজশাহীর উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় নগরবাসীর কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন।
শনিবার বিকালে পশ্চিম বুধপাড়ায় পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে জার্সি উপহার দেন সাবেক কিংবদন্তি ফুটবলাররা। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাতীয় পদক প্রাপ্ত খেলোয়াড় আসলাম শেখ, আবদুল গাফফার, ইমতিয়াজ সুলতান জনিসহ আরও কয়েকজন সাবেক ফুটবলার।
এ বিষয়ে জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, ১৯৮৩ সালে যখন রাজশাহীতে এসেছিলাম, তখন দেখেছিলেন অবহেলিত ও পিছিয়ে পড়া একটি শহর। আজকে ৪০ বছর রাজশাহী এসে উন্নয়নের যে ধারা দেখছি, তা দেখে মাথা ঘুরে যাচ্ছে। সত্যিকার অর্থেই লিটন ভাই যে উন্নয়ন করেছেন, রাজশাহীবাসী তার মূল্যায়ন করবেন ও প্রতিদান দেবেন। সেই বিশ্বাস থেকে আমরা রাজশাহীবাসীর নিকট ভোট চাইতে এসেছি। ২১ জুন রাজশাহীবাসী পুনরায় মেয়র হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।
বিডি প্রতিদিন/আরাফাত