বিদ্যুতের লাগাতার লোডশেডিং ও নতুন করে মূল্য বৃদ্ধির পাঁয়তার প্রতিবাদ এবং বিদ্যুত খাতে দায়মুক্তি আইন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। সংগঠনের জেলা শাখার উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সদস্য নূরজাহান বেগম, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি
জাবের আহমেদ ও সহসভাপতি হাসিব আহমেদ প্রমুখ।
বক্তারা বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এবং গ্রাহক পর্যায়ে আবারও মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদ জানান। একই সাথে বিুদ্যত খাতে দায়মুক্তি আইন বাতিলের দাবি জানান তারা।
সমাবেশের আগে একই দাবিতে গণসংহতি আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ