বরিশাল জেলার দুটি উপজেলা ও একটি পৌরসভায় বিএনপি’র আংশিক কমিটি অনুমোদনের জন্য জেলা কমিটিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রিয় কমিটি। গত রবিবার দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক চিঠিতে জেলা (উত্তর) কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌরসভা এবং হিজলা উপজেলার আংশিক কমিটি দ্রুত অনুমোদন দিতে বলা হয়। অনুমোদিত কমিটির একটি অনুলিপি কেন্দ্রিয় কার্যালয়ে প্রেরণ করতে বলা হয় চিঠিতে।
সংক্ষিপ্ত কাঠামোয় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক হয়েছেন গিয়াস উদ্দিন দীপেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, যুগ্ম আহ্বায়ক গোলাম ওয়াহিদ হারুন, সদস্য সচিব সিহাব আহমেদ তালুকদার এবং ১ নম্বর সদস্য করা হয়েছে রফিকুল ইসলাম লাবুকে। মেহেন্দিগঞ্জ পৌরসভা কমিটিতে আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মোল্লা ও রিয়াজ উদ্দিন চৌধুরী দিনুকে সদস্য সচিব করা হয়েছে।
হিজলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক করা হয়েছে আবদুল গফফার তালুকদারকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন ও সদস্য সচিব করা হয়েছে দেওয়ান মো. মনির হোসেনকে।
বিডি প্রতিদিন/হিমেল