কমিউনিটি ভিত্তিক সংস্থাগুলোর (সিবিও) সহযোগিতায় ‘পরিবর্তনের ধারা শুরু কিশোরীদের থেকে’ শীর্ষক এক অনুষ্ঠানের উদ্বোধন করেছে কেয়ার বাংলাদেশ। অনুষ্ঠানটি, জাতিসংঘের জনসংখ্যা তহবিল-এর (ইউএনএফপিএ) অর্থায়নে পরিচালিত কেয়ার বাংলাদেশ-এর ‘এ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ (এএইসিএম) প্রকল্পের অংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রকল্পের পৃষ্ঠপোষক, ঊর্ধ্বতন সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং সিবিও-এর ১২০ জন অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিশোরীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিতকরণে সিবিও-এর ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। কেয়ার বাংলাদেশ-এর ‘লার্নিং কমিউনিটি অন দ্য মুভ’ (এলসিওএম) মডেলটি বাস্তবায়নে দেশের ৬টি জেলায় (বাগেরহাট, বগুড়া, গাইবান্ধা, জামালপুর, পটুয়াখালী এবং সিরাজগঞ্জ) ৩০টি সিবিও কাজ করবে, এবং প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীদের স্বাবলম্বী হতে, মতামত পোষণে এবং অধিকার আদায়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।
অনুষ্ঠানে, কেয়ার বাংলাদেশ এবং সিবিও-এর সম্পৃক্ততা ও কার্যপ্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করা হয়, যা কিশোরীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিতে ভূমিকা রাখছে। কেয়ার বাংলাদেশ স্টেকহোল্ডারদের সহযোগিতায় তাদের নেটওয়ার্কগুলোর মাধ্যমে দেশে বাল্যবিবাহ প্রতিরোধে স্থায়ী সমাধান নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে।
বিডি প্রতিদিন/হিমেল