রাজধানীর যাত্রাবাড়ীতে একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। তার পরনে ছিল সালোয়ার কামিজ।
জানা গেছে, বৃহস্পতিবার স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল কক্ষ ভাড়া নিয়েছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এদিকে, এ ঘটনার পর তরুণীর সাথে থাকা যুবক পলাতক রয়েছে।
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার এসআই মনির হোসেন। তিনি বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ট্রিপল নাইনে খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ের একটি আবাসিক হোটেলের ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেল পাঁচটার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
তিনি আরো বলেন, হোটেলের কক্ষটি বাইরে থেকে লক করা ছিল। লক খুলে ভিতরে খাটের উপরে শোয়া অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ওই হোটেলে গিয়ে কোনো লোকজন পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক