বরিশালে শুরু হয়েছে বিএনপি’র তারুণ্যের সমাবেশ। শনিবার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। দেশের অস্তিত্ব রক্ষা, গণতন্ত্র ও বঞ্চিত ভোটারের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ আয়োজন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শনিবার দুপুর ১২টার পর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলসপার্ক) তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান বক্তা রয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।
এই বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে তৃণমূলকে উজ্জীবিত করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায় করার কথা বলেন আয়োজকদের অন্যতম যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
বিএনপি’র তারুণ্যের সমাবেশ উপলক্ষে নগরীতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। বিভিন্ন মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে চেকপোস্ট।
একই সময়ে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় সিটি করপোরেশনের সামনে শান্তি সমাবেশ করছে যুবলীগ। ওই সমাবেশেও আসতে শুরু করেছে নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই