র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় কেউ প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার (২৬ জুন) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও জানান, হাসিলের নামে কোনো হাটে বাড়তি টাকা নেয়া হলে সংশ্লিষ্ট হাট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে
খন্দকার আল মঈন জানান, পশুর হাটে দালাল, প্রতারক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে র্যাব। ৫০ লাখ টাকা জাল নোট জব্দ এবং এরসাথে জড়িতদেরও আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ