বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী এলাকায় মরদেহ পরিবহনের কাজে ব্যবহৃত ফ্রিজার পিকআপ তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পিকআপটিও আটক করা হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে ওই মহাসড়কের বার্থী-বাঘমারা সড়ক মোড়ে ফেরদৌস সরদারের বাড়ি এলাকায় এই অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।
আটক দুই জন হলো পিকাপের চালক ফেনী জেলার সোনাগাজি থানার উত্তর চর চান্দিয়া গ্রামের শান্তনু দাসের ছেলে শ্রী সাগর দাস (২৬) ও হেলপার একই গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে আবদুল্লাহ্ আল-রাফি (২১)।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়দুল কবীর জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী-বাঘমারা সড়ক মোড়ে অভিযান চালিয়ে লাশ পরিবহন কাজে ব্যবহৃত একটি ফ্রিজার পিকআপ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চালক ও হেলপারসহ পিকআপটি জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএ