২৯ জুন, ২০২৩ ১১:১৪

বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ঈদের
জামাত অনুষ্ঠিত

বৃষ্টিময় সকালে সুষ্ঠুু সুন্দরভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বরিশালে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির কারণে পশু কোরবানিতে কিছুটা বিঘ্ন ঘটে। 

বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায়। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি জাহিদ ফারুক, বিদায়ী সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান এবং জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন শ্রেণী-পোশার কয়েক হাজার মুসল্লি প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিদায়ী ও নবনির্বাচিত মেয়র এবং সদর আসনের এমপি তিনজনই আগামীতে একটি সুন্দর বরিশাল বিনির্মাণের প্রত্যাশা করেন। 

নামাজ শেষে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত সাংবাদিকদের মাধ্যমে বরিশালবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। নির্বাচনের প্রাক্কালে নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার দোয়া চান তিনি। 

এ সময় বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, সবাই মিলে স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট বরিশাল বিনির্মাণ করবো। আমার চাচা নবনির্বাচিত মেয়র নতুন বরিশাল গড়ার আহবান জানিয়েছেন। আমরা সবাই একতাবদ্ধভাবে নতুন বরিশাল গড়বো। রাত ৮টার মধ্যে নগরীর সকল কোরবানির বর্জ্য অপসারণ করার প্রতিশ্রুতি দেন তিনি। 

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি জাহিদ ফারুক বলেন, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছি। বর্তমান আর্থিক দুর্যোগময় বিশ্বে বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছি। সবাই মিলেমিশে যাতে দেশের উন্নয়নে কাজ করতে পারি সেটাই আজকের দিনে প্রত্যাশা। 

এদিকে বরিশাল জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৭টায়। সিএন্ডবি রোডের জেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। জেলার উজিরপুরের গুঠিয়ায় বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। নগরীর জামে কসাই মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে ৯টার মধ্যে বরিশালের সকল ঈদ জামাত সম্পন্ন হয়। ৯টার পর বৃস্টি শুরু হলে মুসল্লিরা বিভিন্ন স্থানে আটকা পড়েন। গুরুত্বপূর্ণ ঈদ জামাতের নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনী। 

বৃষ্টির কারণে এবার পশু কোরবানিতে কিছুটা বিঘ্ন ঘটে। বৃষ্টিতে ভিজে কোরবানির মাংস কাটতে দেখা গেছে শ্রমিকদের। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর