২৮ জুলাই, ২০২৩ ১৭:৪২

বিশ্ব হেপাটাইটিস দিবসে কুমিল্লায় র‌্যালি

কুমিল্লা প্রতিনিধি

বিশ্ব হেপাটাইটিস দিবসে কুমিল্লায় র‌্যালি

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কুমিল্লায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) নগরীর ঝাউতলাস্থ কুমিল্লা লিভার ক্লাব প্রাঙ্গণ থেকে এ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি পুলিশ লাইন হয়ে পুনরায় লিভার ক্লাবে এসে শেষ হয়। এরপর বিনামূল্যে শতাধিক মানুষের হেপাটাইটিস পরীক্ষা করা হয়। 

র‌্যালিতে অংশগ্রহণ করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, রোটারিয়ান দিলনাঁশি মহসিন, লিভার ক্লাব কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. ফরহাদ আবেদিন, কুমিল্লা সিটি করপোরেশন ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর কাদের মনিসহ লিভার ক্লাব কুমিল্লা, রোটারি ক্লাব কুমিল্লা ও রোটারি ক্লাব লালমাইয়ের সদস্যরা।

লিভার ক্লাবের সভাপতি ডা. ইজাজুল হক বলেন, হেপাটাইটিসে আক্রান্ত হওয়া প্রতি দশজনের মধ্যে নয়জনই আক্রান্তের বিষয়টি জানেন না। আমরা অপেক্ষা করতে চাই না। এবিষয়ে সবাইকে সচেতন হতে হবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর