অবস্থান কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় জেলা বিএনপির পাঁচ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মােড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,
সদর থানা বিএনপির আহ্বায়ক এড. আনোয়ার প্রধান ও মহানগর যুবদল সাগর প্রধান। এছাড়া আটক অপর দু’জনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের থেমে থেমে সংঘর্ষ চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার জানান, বিএনপির ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আমাদের পাঁচজন নেতাকর্মীকে আটক করে ডিবি পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত