কেন্দ্র ঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিএনপির ২২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
আহতরা হলেন- মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ, নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা শামীম আলম সাজিদ, নাসিক ৮নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাফিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান রাব্বি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপি যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবায়ের আহমদ জিকু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল রানা, ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, আড়াইহাজার উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আহম্মদ উল্লাহ, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ, ফতুল্লা ইউনিয়ন বিএনপি মিঠুসহ বেশ কয়েকজন।সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম জানান, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার আমাদের ২২ জন নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া আমাদের ৫ জন নেতাকে অন্যায়ভাবে আটক করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধায় তা আর সম্ভব হয়নি। বর্তমানে আমাদের আহত নেতারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিএনপি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবরোধ কর্মসূচি করার চেষ্টা করেছিল। এসময় তাদের বাধা দিলে তারা আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। তাদের হামলায় আমিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত