৩১ জুলাই, ২০২৩ ১৫:৫৪

কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল


কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

বরিশাল সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সোমবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শহিদুল ইসলাম সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), মো. তরিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম।

এছাড়া উপজেলা পর্যায়ের সকল সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 

সভায় সরকারের প্রদেয় সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার নির্দেশনা দেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর