গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে চাঁদা না দেওয়ায় ওষুধ ব্যবসায়ী কামরুজ্জামানের উপর হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক সোহেল ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গতকাল সোমবার বিকালে টঙ্গী পূর্ব থানার টঙ্গীবাজার ভাওয়াল বিপনী বিতান মার্কেটে এ ঘটনা ঘটে।
জানা যায়, টঙ্গী পূর্ব থানার টঙ্গীবাজার ভাওয়াল বিপনী বিতান মার্কেটে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করেন কামরুজ্জামান। অভিযুক্ত স্থানীয় বখাটে যুবক সোহেল বিভিন্ন সময় উক্ত ফার্মেসিসহ বিভিন্ন দোকানে চাঁদাবাজি করত। সোমবার বিকাল সাড়ে ৫টায় যথারীতি ফার্মেসিতে এসে চাঁদা দাবি করে সে। এ সময় কামরুজ্জামান চাঁদা দিতে অস্বীকার করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সোহেল ও তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে এগিয়ে এসে কামরুজ্জামানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত