গাজীপুরে গলায় রশি পেঁচানো এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে লাশটি সিটি করপোরেশনের পূবাইল থানাধীন বাদুন নাগপাড়া এলাকার জয়দেবপুর-পূবাইল সড়কের পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫/৩৬ বছর বয়সী নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার এসআই মো. শওকত এমরান জানান, মঙ্গলবার সকালে বাদুন নাগপাড়া এলাকায় পচা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জয়দেবপুর-পূবাইল সড়কের পাশের জঙ্গলে এক ব্যক্তির গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অন্তত ৫/৭ দিন আগে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ সেখানে ফেলে রাখে। অজ্ঞাত ওই ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও টি-শার্ট রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই