দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসার মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়। পদ্মা সেতুর ট্রেন লাইনের কাজের জন্য গত বছরের ৪ ডিসেম্বর থেকে এ রুটে ট্রেন চলাচল কন্ধ ছিল। তবে এবার ট্রেনের ভাড়া ৫ টাকা বাড়ানো হয়েছে।
এদিকে দীর্ঘদিন পর এ রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। কারণ ট্রেনের ভাড়ার কয়েকগুন বেশি এ রুটের বাস ভাড়া। বন্ধ হওয়ার আগে এ রুটের ট্রেন ভাড়া ছিল ১৫ টাকা। ডেম্যুতে ২০ টাকা। সে তুলনায় এই রুটের বাস ভাড়া নন এসিতে ৫৫ টাকা এবং এসিতে ৮০ টাকা। ফলে যেসব যাত্রী ও শিক্ষার্থীরা নিয়মিত ঢাকায় যাতায়াত করতেন তারা কার্যত বিপাকে ছিলেন ভাড়াজনিত কারণে।
ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর ইমন বলেন, অধিক ভাড়ার কারণে বাসে যাতায়াত ছিল ব্যয়বহুল। আবার বাসে করে বেশি মালামালও আনা যেতো না। সেজন্য আলাদা ভাড়া গুণতে হতো। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরাত জাহান বলেন, ট্রেন চলাচল শুরু হওয়ায় ভাড়া ও সময় দুটোই এখন সাশ্রয় হবে।
নারায়ণগঞ্জ রেল স্টেশনের স্টেশন অফিসার কামরুল ইসলাম বলেন, এখন সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন ৮ জোড়া ট্রেন চলাচল করবে। পদ্মা সেতুর সংযোগ লাইন ডুয়েলগেজের কাজের জন্য এতদিন এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন এ রুটের ভাড়া ৫ টাকা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন নারায়ণগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করে ১ আগষ্ট থেকে এ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে ঘোষণা দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল