সরকার পতনের ১ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জেলা গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা কমিটির সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বড়াল ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জাবের।
বক্তারা এক দফা দাবিতে চলমান আন্দোলনে হামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানান। একই সঙ্গে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল