রাজধানীর যাত্রাবাড়ীর জনপদ মোড় রাস্তার মাঝে বাউন্ডারি দেওয়ার চত্বর থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মোল্লা জানান, যাত্রাবাড়ীর জনপদ মোড় রাস্তার মাঝে বাউন্ডারি দেওয়ার চত্বরে ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়েছিল। পরে সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাস্তায় ঘোরাঘুরি করতো ভবঘুরের মতো। তার নাম ও ঠিকানা কিছুই জানা যায়নি। অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল