লঘু চাপের প্রভাবে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বদিক থেকে অস্থায়ীভাবে দমকা ও মাঝেমধ্যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত খুলনায় ৭ মিলিমিটার বৃষ্টি হয়। দিনভর মাঝারি আকারের বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
অপরদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মোংলা বন্দরে অবস্থানরত সকল জাহাজকে নিরাপদে অবস্থান নিতে বলা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বন্দর কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ