রাজশাহীর মোহনপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
নিহতরা হলেন-রাজশাহীর বাগমারা উপজেলার ১০ নম্বর মারিয়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের আজিজুর রহমান (৩৫), মোহনপুর উপজেলা সদরের জাহাঙ্গীর হোসেন (৪৫) ও আবুল হোসেন (৫৫)।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার ১ নম্বর ধুরোইল ইউনিয়নের আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়ব আলী (৫০), বাগমারা উপজেলার ১০ নম্বর মারিয়া ইউনিয়নের সাকোয়া গ্রামের আনসারুজ্জামান (৪০) ও চঞ্চল (২৫)।
এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল জানান, এইমাত্র থানায় খবর এসেছে। তিনি একটি মিটিংয়ে আছেন। খবর আসা মাত্র থানা থেকে ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে প্রাথমিকভাবে তিনজন মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/এমআই