জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেছেন, জিয়াউর রহমান হত্যাকারীদের বলেছিল তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের পেছনে থাকব। এছাড়াও জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসন করেছে।
মঙ্গলবার ঢাকা-১৪ আসনের অন্তর্গত হযরত শাহ আলী বাগদাদী (রা.) মাজার মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এইসব বলেন। ১৫ ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, খুনি জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া ও তাদের কুলাঙ্গার সন্তান তারেক রহমান বহুবার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে তারা ব্যর্থ হয়েছে।
বিএনপিকে একটি খুনির দল উল্লেখ করে নিখিল বলেন, বিএনপি জামায়াত দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য বিভিন্ন ধরনের নীল নকশা করছে, কিন্তু তারা সফল হবে না। কারণ বাংলার মানুষের দোয়া বঙ্গবন্ধু কন্যার সাথে আছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী করার অনুরোধ জানিয়ে নিখিল এলাকাবাসীকে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র সম্বন্ধে সচেতন থাকতে বলেন।
হযরত শাহ আলী বাগদাদী (রা.) মাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা এমদাদুল ইসলামের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, শাহ আলী থানা আওয়ামী লীগের সাবেক সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন মানিক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. মুক্তার হোসেন চৌধুরী কামালসহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল