শোকাবহ আগস্ট মাস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যকরী কমিটির এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির কার্যকরী সদস্যবৃন্দ শোক দিবস উপলক্ষে ঢাকা জেলার আওতাধীন উপজেলায় গণভোজের পাশাপাশি আলোচনা সভার পরামর্শ দেন।
সভায় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি বলেন, শোক দিবসেও আমাদের সর্তক থাকতে হবে। কোনোভাবেই যাতে স্বাধীনতা বিরোধীরা কোন ষড়যন্ত্র করতে না পারে।
সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, শোক দিবসকে সামনে রেখে আমাদের মনে রাখতে হবে নির্বাচনের কথা। বিএনপি-জামায়াতকে কোনোভাবেই অরাজকতা করতে দেয়া হবে না।
সভায় সিদ্ধান্ত হয়-আওয়ামী লীগের সকল কর্মসূচিতে অংশ নিবে ঢাকা জেলা আওয়ামী লীগ। এছাড়া যথাযোগ্য মর্যাদায় ১০ আগস্ট গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবে জেলা আওয়ামী লীগ। ৮ আগস্ট বঙ্গমাতা ও ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানানো ছাড়াও আগস্ট মাসের শেষে আলোচনা সভা করবে ঢাকা জেলা আওয়ামী লীগ।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, সহ-সভাপতি ড. এনামুর রহমান, মাহবুবুর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি আহসানুল হক খোকন শিকদার, মাসুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, সাকুর হোসেন সাকু, হাবিবুর রহমান হাবিব ও প্রচার সম্পাদক সুরুজ আলমসহ জেলার নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত