আসন্ন অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ব্যবসা মেলায় (ফেয়ার) বরিশালের ব্যবসায়ী নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো।
বুধবার বিকেল ৩টায় বরিশাল নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আমন্ত্রণ জানিয়ে তিনি এ বিষয়ে তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দও বরিশালে ব্যবসার বিভিন্ন সম্ভাবনার চিত্র তুলে ধরে ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীদের বরিশালে শিল্প ও পর্যটনখাতে বিনিয়োগের আহ্বান জানান।
৩ দিনের সফরের দ্বিতীয় দিন বুধবার ব্যবসায়ীদের সঙ্গে সভার পর বরিশাল সিটির বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এর আগে বরিশালের আটঘর কুরিয়ানার বিশাল পেয়ারা ও ভাসমান বাজার সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো মুগ্ধ হন বলে জানান বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ।
৩ দিনের সফরে গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল যান রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো। অবস্থান করেন গ্র্যান্ডপার্ক হোটেলে। সফরটি ব্যক্তিগত হলেও পরে মেট্রোপলিটন পুলিশের চিঠির প্রেক্ষিতে সরকারি সফর সূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
সকালে পিরোজপুরের আটঘর কুরিয়ানার ভিমরুলি এলাকায় পেয়ারা বাগান এবং ভাসমান বাজার সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। বিকেল ৩টায় গ্র্যান্ডপার্ক হোটেলে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় করেন তিনি। পরে সিটি করপোরেশনের এনেক্স ভবনে বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হিরু হারতানতো সুবোলো।
এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ বলেন, উনি (রাষ্ট্রদূত) ব্যক্তিগত সফরে বরিশাল বেড়াতে এসেছেন। বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরেছেন। সফরে এই শহরের মেয়রের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তাদের সঙ্গে ভ্রমণ অভিজ্ঞতা বিনিময়ন করেন তিনি। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিগত অবস্থা ও পরিবেশ এবং মানুষের আন্তরিকতার অনেক মিল আছে বলে তাদের জানান। বরিশালের গ্রামীণ পরিবেশে বেড়াতে পেরে রাষ্ট্রদূত মুগ্ধ হয়েছেন বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা।
গ্র্যান্ডপার্ক হোটেলে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে জানতে চাইলে বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক আমিনুর রহমান ঝান্ডা বলেন, আগামী অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য একটি ইন্টারন্যাশনার ট্রেড ফেয়ারে বরিশালের ব্যবসায়ীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন খাতের সম্ভাবনা মাথায় রেখে বরিশালের উদ্যোক্তারা ইন্দোনেশিয়ায় কি ধরনের ব্যবসা করতে পারেন তা যাচাইয়ের জন্য মেলায় অংশগ্রহনের আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
এর জবাবে বরিশালের ব্যবসায়ী নেতৃবৃন্দও বরিশালে শিল্প ও পর্যটনে বিশাল সম্ভাবনার কথা রাষ্ট্রদূতকে অবহিত করে তার মাধ্যমে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের বরিশালে বিনিয়োগ করার আহ্বান জানান বলে আমিনুর রহমান ঝান্ডা নিশ্চিত করেছেন।
রাষ্ট্রদূতের সফরের বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ফজলুল হক জানান, গৌরনদীর এক ব্যবসায়ীর আমন্ত্রণে ৩ দিনের ব্যক্তিগত সফরে গত মঙ্গলবার বরিশাল এসেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রন হিরু হারতানতো সুবোলো। বিষয়টি পুলিশ জানার পর তাকে চিঠি দেয়। পরে তার সফর সরকারি সূচিতে অন্তর্ভুক্ত করা হয়। সফরে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে মুগ্ধ হন তিনি।
স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ছাড়াও সিটি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি বরিশাল ত্যাগ করবেন বলে জানান বিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল হক।
বিডি-প্রতিদিন/বাজিত