ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুরুর বাসভবনে মধ্য রাতে পুলিশের হয়রানি এবং হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। সংগঠনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে বুধবার বিকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কমিটির আহবায়ক অনিসুর রহমান মুন্না, বরিশাল মহানগর আহবায়ক ফয়সাল ফরহাদ, বরিশাল সদর উপজেলা আহবায়ক গোলাম কিবরিয়া সিকদার ও রোকুনুজ্জামানসহ অন্যান্যরা। সমাবেশের আগে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
বিডি প্রতিদিন/এএ