রাজধানীর মোহাম্মদপুর থানার আপন আলো গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইমন (১৯) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এক রিকশাচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে।
গুরুতর আহত ইমন গণমাধ্যমে জানান, কে বা তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছে থাকা মোবাইল ফোন ও ৭ হাজার টাকা নিয়ে গেছে।
আহত ইমনের বাবা মমিন মিয়া গণমাধ্যমে বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। কে বা কারা আমার ছেলেকে এভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে সেটি এখনো জানতে পারিনি। চিকিৎসকরা জানিয়েছেন আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক। শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। তাকে রক্ত দিতে হবে।
মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ মো. জাফর গণমাধ্যমে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আহত এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটি আমরা খতিয়ে দেখছি।
বিডি প্রতিদিন/এএ