নারায়ণগঞ্জের ফতুল্লায় অটো রিকশা-ইজি বাইকের শোরুমে বিস্ফোরণে দগ্ধ সাগর নামের এক কিশোরের (১৭) মৃত্যু হয়েছে। নিহত সাগর মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার পাঁচগাও শেখ বাড়ীর আলমগীরের পুত্র। মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শোরুমের মালিক স্বপন হোসেনকে আসামি করে বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া।
মামলায় উল্লেখ করা হয়, নিহত সাগর ফতুল্লার উত্তর কাশিপুরস্থ রহমান মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করিয়া একই এলাকার মুসকান টাওয়ারের মালিক স্বপন হোসেনের মালিকানাধীন মুসকান মটরস নামের অটো-ইজি বাইক ও ব্যাটারির শো রুমে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলো। ২৯ জুন সকাল সাড়ে নয়টার দিকে মুসকান মটরসের অপর কর্মচারী টিটু (৪৮), আবির (২৭), রাজিব (২২), রানাসহ (৩৮) বাদীর ছেলে নিহত সাগর শোরুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করা মাত্র বিকট শব্দে শোরুমে বিস্ফোরন ঘটে। এতে সকলেই দগ্ধ হয়। বিস্ফোরণের ফলে মুসকান টাওয়ারের নিচতলার মুসকান মটরসের দেয়াল ভেঙ্গে দক্ষিণে থাকা রফরফ মটরসে গিয়ে পড়লে সেই শোরুমের সকল অটোরিকশা ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উত্তর পাশের দেয়াল ভেঙ্গে পার্শ্ববর্তী সিরাজুল ইসলামের টিন শেড বিল্ডিংয়ের উপর গিয়ে পরলে বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি আহত হয় বাড়ির মালিক সিরাজুল ইসলাম (৬০), রোকসানা বেগম (৫৫), সুমন (৩৮) ও রাসেল (৩৬)।
প্রসঙ্গত, গত শনিবার সকালে ফতুল্লার কাশিপুর ভোলাইলে মুসকান মটরস নামের একটি ইজিবাইক শোরুমে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।
বিডি প্রতিদিন/এএ