অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান।
বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের মামলায় রায়ের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।পরে অ্যাম্বুলেন্স করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ