গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ। বিকালে সাড়ে তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করব সংগঠনটি।
বৃহস্পতিবার গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকালের হামলায় আমাদের অনেকেই গুরুতর আহত হয়েছেন। সভাপতি নুর হক নুরের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। এখন একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমাদের দলের সভাপতির উপর হামলা করায় আমরা বিকালে সাড়ে তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করব।
উল্লেখ্য, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের কর্মসূচীতে যোগদানকালে নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন