খুনসহ দস্যুতা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমানকে (৫৫)গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
বুধবার রাতে রাজধানীর আশুলিয়া থানার পলাশবাড়ী ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন জানান, গ্রেফতার লুৎফর রহমান অন্যান্য সহযোগীসহ ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমানের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করেন ও তার ছেলেকে গুরুতর জখম করেন।
এ সময় আসামিরা তার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় লুৎফর রহমানসহ তিনজনের নামে মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত কার্যক্রম শেষে ২০০৮ সালে মামলায় অভিযোগপত্র দাখিল করে। বিচারকার্য শেষে আদালত ২০২৩ সালের ২০ জুন লুৎফর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন