রাজধানীর যাত্রাবাড়ি থানার শেখপাড়া মোড়ে একটি যাত্রীবাসের বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম খায়ের (৪৫)।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
নিহত খায়েরের ছেলে ইয়াসিন গণমাধ্যমকে বলেন, “আমার বাবা পেশায় একজন ভ্যানচালক। সকালে তিনি ভ্যানে করে মালামাল নিয়ে যাওয়ার সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে আমার বাবাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, “আমরা বর্তমানে পোস্তগোলা এলাকায় থাকি। আমাদের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানা এলাকায়। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে শুনেছি।”
যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোর্শেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে এসেছি। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/কালাম