ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫।
শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ২ নম্বর ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলী জানান, ওই যুবক ভবঘুরে ও মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতালের আশপাশেই ঘোরাফেরা করতেন তিনি। আজ সকালে হাসপাতালের ২ নম্বর ভবনের সামনে সিঁড়ির পাশে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় কর্তৃপক্ষ। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন