৪ আগস্ট, ২০২৩ ১৬:৩১

নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ

খুলনায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সংগঠনের জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শানু বেগম, জেলা ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, লিমা আক্তার, ফারজানা আক্তার, সুজন সিকদার, দুলাল মলিক ও শন্তু মিত্র প্রমুখ।

বক্তারা খুলনায় নারী ফুটবলারদের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান। 

সমাবেশের আগে নগরীর ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে সমাবেশ করে।

বিডি প্রতিদিন/এএ  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর