১৭ আগস্ট, ২০২৩ ১৭:৪৮

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল


বরিশালে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

ডেঙ্গুসহ মশা বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে বরিশালের দুটি স্কুলে প্রচারণা চালিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের উদ্দশ্যে বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। আগামী ২ মাস এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ায়। এই রোগে শিশুসহ সব বয়সের মানুষ আক্রান্ত হয়। ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাড়িঘর-আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং দিনে-রাতে সব সময় মশার খাটিয়ে ঘুমাতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। শরীরে রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সকালে ভরপেট খাবার খেয়ে স্কুলে যাওয়ার আহবান জানান জেলা প্রশাসক। কারো জ্বর হলে স্কুলে না যাওয়া এবং বিলম্ব না করে বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরনাপন্ন হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই ও কালেক্টরেট স্কুলে এন্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

পরে জেলা প্রশাসক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন এবং ডেঙ্গু থেকে দূরে থাকতে নানা উপদেশমূলক বক্তব্য রাখেন। 

এর আগে গত বুধবার নগরীর সদর রোডে ডেঙ্গু প্রতিরোধের আহŸান জানিয়ে লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর