'আব্বা আপনে আমারে অনেক ভালোবাসেন। আমি ইচ্ছায়-অনিচ্ছায় আপনারে অনেক কষ্ট দিছি। পারলে আমারে মাফ করে দিয়েন। মাফ না করলে আমি মরেও শান্তি পাইতাম না। আমার শেষ ইচ্ছাটা রাখার চেষ্টা কইরেন- স্বর্নার পাশের করবটা খালি আছে, সেখানে আমারে কবর দিয়েন। ঝামেলা হইলে ফরিদ মাওলানা কাকা কবরস্থানের কমিটিতে আছে, তার লগে কথা কইয়া স্বর্নার কবরের লগে আমারে করব দিয়েন। আমার শোয়াইবরে (ছেলে) দেখে রাইখেন। আব্বা আমি অনেক চেষ্টা করছি স্বাভাবিকভাবে থাকার। কিন্তু স্বর্নারে ছাড়া ১টা দিন এক বছরের মতো লাগে। তার মৃত্যুর এই ৩৫ দিন আমার কাছে ৩৫ বছর মনে হইছে। আমারে আপনে মাফ কইরা দিয়েন আব্বা। 'মা' আপনেও আমারে মাফ কইরা দিয়েন আপনার যত্ন নিতে পারি নাই। আমি তোমাগো অনেক ভালোবাসি- আব্বা-মাকে উদ্দেশ্যে করে এমন একটি 'চিরকুট' লিখে আত্মহত্যা করেছেন যুবক লুৎফর রহমান জনি (৩৪)।
আজ শনিবার সকালে নাসিক ৪নং ওয়ার্ডস্থ আটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন (২)।
নিহত লুৎফর রহমান জনি ওই এলাকার মোহাম্মদ আউয়াল মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, নিহত যুবক সাংসারিক বিভিন্ন ঝামেলা নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন। তার জন্য হয়তো বাড়িতে চিরকুট লিখে আত্মহত্যা করেছে। পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার দিকে ভিন্ন নজর অর্থাৎ আর্থিকভাবে অবমূল্যায়ন করা হতো তাকে। যার কারণে নিহত যুবক ব্যবসায় উন্নত করতে ব্যর্থ হয়েছিলেন। সে তার বসবাসরত ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা দেখে পুলিশকে ফোন করে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নিহতের স্ত্রীর ভাই জনি হোসেন জানান, আমরা গরীব হওয়ার কারণে আমার বোনের শ্বশুর আব্দুল আউয়াল তাকে বিভিন্নভাবে অত্যাচার করে থাকতো। বিভিন্নভাবে মানসিক অত্যাচার করার কারণে আত্মহত্যা করেছিলেন আমার বোন। তবে তার স্বামীর সঙ্গে আমার বোনের সু-সম্পর্ক ছিলেন। স্ত্রীর হারানোর যন্ত্রণায় হয়তো সেও আত্মহত্যা করেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই একই ঘরে একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন স্ত্রী করেছিলেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, মৃত ব্যক্তি একটি চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে। এ ঘটনা পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/আরাফাত