বাংলাদেশ বেতারের সকল স্তরের শিল্পীদের সম্মানী বৃদ্ধি ও প্রাপ্ত সম্মানীর শতকরা ১০ ভাগ উৎস কর প্রথা বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ করেছে শিল্পী সমাজ। শনিবার টাউন হলের সামনে বেতার শিল্পী স্বার্থ সংরক্ষণ কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিপ্লব প্রসাদ। বক্তব্য রাখেন বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক লেখক মনোয়ারা বেগম, সাংস্কৃতিক সংগঠক ডা. মফিজুল ইসলাম মান্টু, সংগীত শিল্পী নজরুল ইসলাম চাঁদ, রনজিত রায়, সুবল মহন্ত, সুনীল রায়, কবি মনজিল মুরাদ লাভলুসহ অন্যরা।
বক্তারা বলেন, বেতার শিল্পীদের যে সম্মানী দেওয়া হয় তা খুবই নগন্য। এ থেকে যদি শতকরা ১০ ভাগ উৎস কর কর্তন করা হয়, তাহলে শিল্পীরা যে সম্মানী পাবে তা কোনভাবে সম্মানজনক হবে না। এতে করে বেতার থেকে শিল্পীরা মুখ ফিরিয়ে নেবে। তাই বেতারের প্রতি শিল্পীদের আগ্রহ বাড়াতে তাদের সম্মানী বৃদ্ধিসহ উৎসে কর কর্তনের প্রথা অবিলম্বে বাতিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।
বিডি প্রতিদিন/এমআই