রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইস্তিয়াক হোসেন খাঁন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। তিনি মালিবাগের শান্তিবাগে পরিবার নিয়ে থাকতেন।
গুরুতর আহত অবস্থায় অটোচালক তৌফিক ইসলাম তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
তৌফিক ইসলাম জানান, বৃদ্ধ লোকটি গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ