৩ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প মালিক সমিতি জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিলেও বরিশাল এর কোনো প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মতো আজ রবিবারও বরিশাল বিভাগের পেট্রোল পাম্প মালিকরা সরকারি পদ্মা, মেঘনা ও যুমনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিক্রি অব্যাহত রাখেন। বরিশাল বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে রবিবার থেকে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতির কেন্দ্রিয় কমিটি। কিন্তু বরিশালে এর কোনো প্রভাব পড়েনি। অন্য দিনের মতো আজও বরিশাল বিভাগের পেট্রোল পাম্প মালিকরা সরকারি পদ্মা, মেঘনা ও যুমনা অয়েল ডিপো থেকে জ্বালানী তেল উত্তোলন, পরিবহন ও বিক্রি অব্যাহত রাখেন।
বরিশাল বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ কামাল হোসেন জানান, পেট্রোল পাম্প মালিক সমিতির দুটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাজ্জাদুল করিম কাবুল ও আলহাজ মিজানুর রহমান রতন এবং অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন মো. নাজমুল হক। কাবুল-রতন গ্রুপ খুলনা ও ঢাকাসহ উত্তরাঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন এবং নাজমুল গ্রুপ নেতৃত্বে দিচ্ছেন বরিশাল ও চট্টগ্রাম। গত শনিবার রাতে কাবুল-রতন গ্রুপের নেতারা আকস্মিক রবিবার থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখতে মৌখিক নির্দেশ দেন। লিখিত নির্দেশনা না পাওয়ায় বরিশাল বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতি ও বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন কাবুল-রতন গ্রুপের নির্দেশনা মানেনি। এ কারণে অন্য দিনের মতো আজও বরিশাল বিভাগের পেট্রোল পাম্প মালিকরা সরকারি পদ্মা, মেঘনা ও যুমনা অয়েল ডিপো থেকে জ্বালানী তেল উত্তোলন, পরিবহন ও বিক্রি অব্যাহত রাখেন।
বরিশাল বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সদস্য আলহাজ্ব নূর হোসেন মিরন জানান, কেন্দ্রিয়ভাবে কোন লিখিত নির্দেশনা না পাওয়ায় বরিশালের পেট্রোল পাম্প মালিকরা অন্য দিনের মতো সরকারি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিক্রি অব্যাহত রাখেন। লিখিত নির্দেশনা পেলে সে অনুযায়ী পদক্ষেপ নেবেন বরিশালের পেট্রোল পাম্প মালিকরা।
বিডি প্রতিদিন/হিমেল