নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর শাসন আমলে বাংলাদেশে যে দুর্নীতি-লুটপাট চলেছে, বর্তমান সরকারের শাসন আমলেও একইরকম লুটপাট চলছে। সরকার শিক্ষার্থীদের বিরাজনীতিকরণের মাধ্যমে আবার ক্ষমতা দখল করার পাঁয়তারা করছে।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ছাত্র ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন মমিনুল ইসলাম।
সমাবেশে সভাপতির বক্তব্যে নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন বলেন, এই সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগের নিজেদের সম্পত্তি করে নিয়েছে। প্রতিটা হলে গণরুম গেস্টরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্ট্রীম রোলার চালানো হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী বলছে তিনি নাকি ছাত্রদের হাতে কলম তুলে দিয়েছে। তিনি এমন কলম দিয়েছে যে কলমকে সাধারণ শিক্ষার্থীদের পিঠে চাবুক হিসেবে ব্যবহার করা হচ্ছে। সরকার সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে নিপীড়নমূলক আইনে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে বিনাবিচারে ১ বছরের উপর কারাগারে রেখেছে। কিন্তু এই ফ্যাসিবাদ সরকারকে মনে রাখা উচিৎ যুগে যুগে তাদের পূর্বসূরিরা ছাত্র সমাজকে হামলা মামলা করে দমিয়ে রাখার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। এই সরকারও ব্যর্থ হবে ইনশাআল্লাহ।
নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক মহিদুজ্জামান, নাগরিক ছাত্র ঐক্যের রাবি শাখা সভাপতি মেহেদী হাসান মুন্না।
এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহমেদ শাকিল, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ এবং (জেএসডি) ছাত্রলীগের সভাপতি তৌফিকুজ্জামান পীরাচা প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে পুরোনো পল্টন মোড়, বিজয়নগর প্রদক্ষীণ করে তোপখানাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ করে।
বিডি-প্রতিদিন/বাজিত