১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০১:২২

রাজধানীতে যাত্রী ছাউনিতে পড়েছিল অজ্ঞাত মরদেহ

অনলাইন ডেস্ক

রাজধানীতে যাত্রী ছাউনিতে পড়েছিল অজ্ঞাত মরদেহ

প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর কমলাপুর ৬ নাম্বার বাস স্টেশনের পাশে যাত্রী ছাউনির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কমলাপুর ৬ নম্বর বাস কাউন্টারের পাশে যাত্রী ছাউনির নিচ থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৬৫ বছর। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে ছিলেন এবং আগের অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে।

তিনি আরও বলন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে নেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর