১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:০২

ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী বুধবার থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার (১৮ সেপ্টেম্বর) আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এ ব্যাপারে আদেশে নিষেধাজ্ঞা জারি করেছেন।

আদেশে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশে চারজনের বেশি একত্রে চলাচল, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  

নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো- রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ও নওহাটা মহিলা কলেজ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর