ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ। শনিবার সকালে নগরীর বেতপট্টিস্থ আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণ থেকে যুব নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি’র নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. লুতফে আলি রনি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, জেলা যুবলীগের সাবেক সদস্য কামরুজ্জামান লিটন, আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন ও জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি শামিম সর্দার।
আরও উপস্থিত ছিলেন যুবনেতা মোস্তফা পারভেজ জিয়ন, আবু হোসেন, আব্দুস সোবহান সরকার, আশিকুর রহমান আশিক, নাহিদ হাসান সাদ্দাম, প্রশান্ত রায়, যুবলীগ নেতা খায়রুল পারভেজ পলাশ, আরিফুল ইসলাম আরিফ, রেজাউল করিম রেজা, আতিকুর রহমান আতিক, লুতফুর রহমান বিদুৎ ও কাজল মহন্ত প্রমুখ।
রংপুর নগরীর বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রমে মশক নিধনে স্প্রে, ঝোপঝাড় পরিষ্কার করাসহ এলাকাবাসীকে সচেতন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই