কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে ৬ হাজার ২শ পিস ইয়াবা, ২ কেজি গাঁজাসহ মেহেদী হাসান (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া।
শুক্রবার রাতে কুমিল্লা নগরীর ২২ নং ওয়ার্ডের শ্রী বল্লভপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান শ্রী বল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মহানগর ২২ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
ওসি বলেন, শ্রী বল্লভপুর সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে মেহেদী হাসানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৬ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, নগদ ২৪ হাজার ৬০০ টাকা এবং ২টি পাসপোর্ট জব্দ করা হয়। এছাড়া মাদক বেচা-কেনার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। আটক মেহেদী হাসানের বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাইসহ মাদকের ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল