বরিশাল নগরীর পলাশপুর বস্তিতে দেড় কেজি গাঁজা বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ খান ও সিপাহী মো. সবুর। এ সময় তাদের গণধোলাই দিয়ে গাঁজা ও একটি মোটরসাইকেলসহ নগরীর কাউনিয়া থানা পুলিশে সোপর্দ করে বস্তিবাসী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে পলাশপুর ৫ নম্বর বস্তিতে এই ঘটনা ঘটে। অপরদিকে গত রবিবার রাতে নগরীর রূপাতলী বাস টার্মিনালে অভিযান চালিয়ে ৩৯৮ পিস ইয়াবাসহ ডিএমপির কনস্টেবল মিজানুর রহমানকে আটক করেছে র্যাব-৮।
জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ওবাদুল্লাহ খান ও সিপাহী মো. সবুর সকালে পলাশপুর ৫ নম্বর বস্তিতে গাঁজা বিক্রি করতে যায়। এর আগেও তারা একাধিকবার গাঁজাসহ অন্য মাদক দ্রব্য ওই বস্তিতে বিক্রি করেছে। বিষয়টি টের পেয়ে বস্তিবাসী তাদের ঘিরে ফেলে এবং এক পর্যায়ে গনধোলাই দেয়। পরে পুলিশে খবর দিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেড় কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেলসহ তাদের আটক করে। এ ঘটনায় কাউনিয়া থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বলে দুপুরে কাউনিয়া থানায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএমপি’র উপ-কমিশনার (উত্তর) বিএম আশরাফ উল্লাহ তাহের। এর আগেও আটককৃতরা ওই বস্তিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করেছে বলে বস্তিবাসীর উদ্বৃতি দিয়ে জানিয়েছেন উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।
এদিকে মাদক বিক্রি করতে গিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একজন উপ-পরিদর্শকসহ ২ জন পুলিশের হাতে আটক হওয়ার কথা স্বীকার করেছেন বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড। এ ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহার কপি পেলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক দুই জনের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। অন্যদিকে মাদক আইনে দায়ের হওয়া মামলায় তাদের পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি জানান।
অপরদিকে আরেক ঘটনায় গত রবিবার রাতে নগরীর রূপাতলী বাসটার্মিনাল এলাকা থেকে ৩৯৮ পিস ইয়াবাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কনস্টেবল মিজানুর রহমানকে (৪৪) আটক করে র্যাব-৮। আটক মিজানুর ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের তারাপাশা গ্রামের তৈয়ব আলীর ছেলে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে কর্মরত বলে জানিয়েছে র্যাব-৮। এ ঘটনায় তার বিরুদ্ধে র্যাব-৮ এর একজন কর্মকর্তা বাদী হয়ে বিএমপির কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/এএ