বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে-বিদেশে নিরপেক্ষ নির্বাচনের চাপে আওয়ামী লীগ দিশেহারা। এবার জনগণের দাবি মেনে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে।
সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারের হরিকিশোর রায় রোডে দলীয় কার্যালয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভায় বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা নীতি নিয়ে আওয়ামী লীগ নেতাদের একেক রকম বক্তব্য তাদের নার্ভাসনেসের বহিঃপ্রকাশ।
এক দফা দাবিতে ঘোষিত ১ অক্টোবর ময়মনসিংহ রোড মার্চ সফল করতে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রোড মার্চ সফল করতে জেলা, উপজেলা, ইউনিয়নে গণসংযোগ, কর্মী সভার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের প্রতি রোড মার্চের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে আন্দোলন সফল করার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে সাবেক এমপি শাহ নূরুল কবির শাহীন, ইয়াসির খান চৌধুরী, এড. নূরুল হক, হাফেজ আজিজুল হক, কামরুজ্জামান লিটন, আলহাজ্ব মফিজ উদ্দিন, সিদ্দিকুর রহমান, আবু হাসনাত বদরুল কবির, আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, হাবিবুল ইসলাম শহীদ, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, এড. আবদুস সোবহান সুলতান, আবদুস সাত্তার, এড. শাহজাহান সিরাজ সাজু, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ সাদমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, ওলামা দলের আহ্বায়ক মওলানা মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হযরত আহমেদ সাকিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত